শিরোনাম
মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাষ্টার প্যারেড, পুলিশ লাইন্স ড্রিল শেডে জুন/২০২৪ মাসের কল্যাণ সভা এবং পুলিশ অফিস সম্মেলন কক্ষে মে/২০২৪ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত
প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়। প্যারেড অধিনায়কের দ্বয়িত্ব পালন করেন আরআই পুলিশ লাইন্স মাগুরা। পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ লাইন্স ড্রিল শেডে জুন/২০২৪ মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা মহোদয়। উক্ত কল্যাণ সভায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনরত দুই জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় । মাগুরা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মহোদয়ের উদ্যোগে সহকর্মী পুলিশ সদস্যদের কাছ থেকে পেলেন এক ব্যতিক্রমী সংবর্ধনা। শুধু তা-ই নয়, গাড়িটি ফুল-বেলুন দিয়ে সাজানোও হয়। এভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাকে। এমন সম্মান পাওয়াতে অভিভূত এই পুলিশ সদস্য।
তারা সরকারি নিয়মানুযায়ী এক বছরের অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান। চাকরির শেষ দিনে সহকর্মীরা বিশেষভাবে সম্মান জানান এই পুলিশ সদস্যদের।
উক্ত কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা পুলিশ সুপার মহোদয় মনযোগ সহকারে শোনেন এবং তৎসংশ্লিষ্ট ইনচার্জগনকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন।
পরবর্তীতে পুলিশ অফিস, মাগুরার সম্মেলন কক্ষে মে/২০২৪ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়। উক্ত অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা মূলক বিষয় আলোচনা করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ সহ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।